করোনার সৃষ্ট পরিস্থিতির কারণে বাঘাইছড়িতে এলজিইডির সাড়ে ৫ কোঠি টাকার টেন্ডার পেছানোর দাবী ঠিকাদার সমিতি। বর্তমান করোনাভাইরাস পরিস্থিতি সাধারন ঠিকাদারসহ সবাই হোম কোয়ারেন্টনে রয়েছেন এই জরুরী অবস্হায় সাধারন ঠিকাদাররা অনলাইনে টেন্ডার করা অনিশ্চয়তা দেখা দিয়েছে।
উল্লেখ্য, বাঘাইছড়ি উপজেলায় এলজিইডি অনলাইনে ৬ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ৫ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর সহ সাড়ে ৫ কোটি টাকার টেন্ডারের সময়সীমা বেধে দেয় ২০ এপ্রিল পর্যন্ত।
রাঙামাটি জেলা ঠিকাদার সমিতির সাধারন সম্পাদক হাজি মো শাহাআলম আলম জানান, বর্তমানে এই পরিস্থিতিতে টেন্ডারে অংশগ্রহণ করা ঠিকাদারদের পক্ষে সম্বভ নয়। আমাদের উপজেলার ব্যাংক গুলোতে অনলাইন পেওডার হয়না তাই আমরা পরিস্হিতি সাভাবিক না হওয়া পর্যন্ত স্হায়ী ভাবে তারিখ পেছানোর জন্য নির্বাহী প্রকৌশলীকে অবগত করেছি।
বাঘাইছড়ি উপজেলা প্রকৌশলী মো মনিরুজাম্মান সাথে মুঠোফোনে অসংখ্য বার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.