করোনা ভাইরাস মোকাবেলায় ও প্রতিরোধ হিসেবে রাঙামাটিতে স্থাণীয় উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র থেকে দশ উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার ও নেবুলাইজার দেওয়া শুরু করেছে।
শুক্রবার নানিয়াচরচর উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে কর্তৃপক্ষকে অক্সিজেন সিলিন্ডার ও নেবুলাইজার তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু করা হয়েছে।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নি, নারী ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূয়েন খীসা ও আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা প্রমূখ।
নানিয়ারচর উপজেলা প্রশাসনিক মাঠে অক্সিজেন সিলিন্ডার ও নেবুলাইজারসহ অন্যান্য সামগ্রী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার হাতে এসব তুলে দেওয়া হয়। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে ২০০ পরিবারকে একটি করে বালতি,ট্যাপ, ১০টি ডেটল সাবান, টিস্যু প্যাকেট দুটি, একটি করে মগ ও হুইল পাউডার বিতরণ করা হয়।
নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূয়েন খীসা বলেন, করোনা ভাইরাস মোকাবিলার অংশ হিসেবে আমার আইসোলেশন ইউটিটগুলো সবকিছু প্রস্তুত রয়েছে। তবে চরমভাবে অক্সিজেন সিলিন্ডার ও নেবুলাইজার সংকট ছিল। এখন দুটি অক্সিজেনের সিলিন্ডার ও নেবুলাইজার যন্ত্র পেয়ে অনেক উপকারে আসবে। এসব যন্ত্রের জন্য কৃর্তপক্ষের কাছে একাধিকবার আবেন করা হয়েছে।
আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা বলেন, দেশে করোনা মোকাবিলার জন্য ৪৫ লাখ টাকার একটা প্রকল্প হাতে নিয়েছি। প্রকল্পের মধ্যে জেলায় ১০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুটি করে অক্সিজেন, নেবুলাইজারসহ অন্যান্য সামগ্রী দেওয়া হবে। এছাড়া দুই বেসরকারি প্রতিষ্ঠানে দুইটি করে অক্সিজেন ও নেবুলাইজার দেওয়া হবে। পর্যায়ক্রমে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব সামগ্রী দেওয়া হবে। এছাড়া উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রত্যক উপজেলায় ২০০ পরিবারকে করোনা মোকাবিলা সামগ্রী দেওয়া হবে। এছাড়া বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে হাম প্রাদুর্ভাব এলাকায় ইতিমধ্যে তাদের একটি চিকিৎসক দল নিয়মিত চিকিৎসা সেবা, পুষ্টিকর খাদ্য ও আক্রান্ত পরিবারকে নগদ টাকা বিতরণ করা হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.