করোনা উপস্বর্গ নিয়ে বাঘাইছড়ি ও রাজস্থলীতে ২ যুবকের মৃত্যু

Published: 17 Apr 2020   Friday   

করোনা উপসর্গ নিয়ে রাঙামাটির বাঘাইছড়ি ও রাজস্থলী উপজেলায় দুই যুবকের মৃত্যু হয়েছে। এরা হলেন বাঘাইছড়ি উপজেলার মোঃ ইমাম উদ্দিন (১৮) ও রাজস্থলী উপজেলার থুইসাসিং মারমা (২১)। দুজনের কাছ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে।


জানা গেছে, বৃহস্পতিবার বিকালে ইমাম উদ্দিন জ¦র, সর্দি কাশি ও শ^াসকষ্ট নিয়ে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় গত বৃহস্পতিবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ওয়ার্ড থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে করোনা ইউনিটে নেয়ার পথে তার মৃত্যু হয়। মৃত ব্যক্তি একজন মুদির দোকানী। মৃত ব্যক্তির কাছ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্রগ্রামের ফৌজদার হাট ল্যাবে পাঠানো হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রোগীর বাড়ি ও আশপাশের বাড়ির সব পরিবারকে হোমকোয়ারাইন্টিন করা হয়েছে। এছাড়া মৃত ব্যক্তি দুইটি প্রাইভেট ক্লিনিক হেলথ কেয়ার ডাইগোনোস্টিক সেন্টার ও কেয়ার ডাইগোনোস্টিক সেন্টারে বিভিন্ন পরীক্ষা করেছেন সেই দুটি প্রাইভেট ক্লিনিক রিপোর্ট আশার আগ পর্যন্ত বন্ধ ঘোষনা করা হয়েছে।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাঃ ইফতেখার আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন রোগীর শরীরে করোনার উপস্বর্গের ব্যাপক উপস্থিত ছিল। মৃত ব্যক্তির কাছ থেকে নমুনা সংগ্রহ করে চট্রগ্রামে পাঠানো হয়েছে।


এদিকে, মৃত থুইসাসিং মারমা চট্টগ্রামে পোশাক কারখানায় চাকুরী করতেন। করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় তিনি গেল ১২ দিন আগে চট্টগ্রাম থেকে নিজবাড়ী রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় চলে যান। তার গায়ে জ¦র ছিল। বৃহস্পতিবার বিকালেও স্থানীয় খেলার মাঠে খেলাধুলা করেন এবং তাকে বাজারের ঘোরাঘুরি করতেও দেখা গেছে। শুক্রবার সকালে তাকে ঘুম থেকে ডাকতে সাড়া না পাওয়ায় পরে দেখা গেছে তার মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়ে উপজেলার উর্দ্ধতন কর্মকর্তরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুহ্লা অং মারমা সত্যতা স্বীকার করে জানান, শুক্রবার সকালে ওই মৃত ব্যক্তি কাছ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত