সরকার যেখানে করোনা ভাইরাস প্রতিরোধ ও সৃষ্ট বিপর্যয়কর পরিস্থিতি মোকাবেলায় দিন-রাত অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে, সে সুযোগ ব্যবহার করে পার্বত্য অঞ্চলের অশান্তি সৃষ্টির লক্ষে একটি সন্ত্রাসী গোষ্ঠী মাথাচারা দিয়ে উঠেছে। তাদের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দাতভাঙ্গা জবাব দেওয়া হবে। এই দাতভাঙ্গা জবাব রাঙ্গামাটি রিজিয়ন দেখতে চাই।
সোমবার জুরাছড়ি উপজেলাই করোনা ভাইরাস প্রতিরোধ ও সৃষ্ট বিপর্যয়কর পরিস্থিতি মোকাবেলাই গৃহীত পদক্ষেপ পরির্দশন ও সচেতনতা মূলক প্রচারনা কালে রাঙামাটি রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান একথা বলেন।
এ সময় তিনি উপজেলা বাজার, যক্ষাবাজার পরিদর্শন করেন। পরিদর্শন কালে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ তানভীর হোসেন, জোন স্টাফ অফিসার মেজর নাজমূল হাসান, জিএফও-টু মেজর মহিউদ্দিন, উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, ইউএনও মোঃমাহফুজুর রহমান, থানা অফিসার ইনর্চাজ মোঃমাহমুদুল হাই, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, সমাজ সেবা কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ মাহফুজ আহম্মেদসহ সেনা বাহিনীর পদস্থ্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ সময় রিজিয়ন কমন্ডার আরো বলেন, নিজেকে ও সমাজকে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখতে সচেতনতার বিকল্প নেই। ঘরে বাইরে থেকে ঘরে ঢোকার আগে ২০ সেকেন্ড পরিস্কার ভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে। যত সম্ভব জনসমাগম বন্ধ রাখতে হবে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবে না।
তিনি আরো বলেন, করোনা ভাইরাস প্রতিরোধ ও সৃষ্ট বিপর্যয়কর পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি এই শান্তিপূর্ন এলাকায় অশান্তি সৃষ্টিকারী সন্ত্রাসী গোষ্ঠীদের নিমূলে আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি সামাজিক ভাবে প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান।
এদিকে বনযোগীছড়া ইউপি সদস্য হেমন্ত চাকমার হত্যা কান্ডের তার বাবা লোক বিদু চাকমা বাদী হয়ে গতকাল মামলা দায়ীর করেছে বলে নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ মোঃমাহাদুল হাই।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.