পার্বত্য চট্টগ্রাম উন্নযন বোর্ডের আর্থায়নে ২৫ লক্ষটাকা ব্যয়ে নির্মিত কালাঘাটা এলাকায় রোয়াংছড়ি সড়ক হতে মিল্টন ত্রিপুরা পাড়া পর্য়ন্ত সড়কের উদ্বোধন করা হয়েছে।
শনিবার এ সড়কের উদ্বোধন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা ডাঃ নিহার কান্তি বড়–য়া,অনিল কারবারি,পৌর কাউন্সিলার অজিত কান্তি দাশ সহ জেলা ছাত্রলীগের সভাপতি সাধারন সম্পাদক উপস্থিত ছিলেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী সড়কটি উদ্বোধন করতে গেলে সেখানে পৌর কাউন্সিলার ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশের নেতৃত্বে বিপুল সংখ্যক আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলেই আজ পার্বত্য চ্ট্টগ্রামের আনাছে কানাছে উন্নয়ন হচ্ছে। তিনি বলেন জননেত্রী শেখ হাসিনার সরকারের পুর্বে যারা ক্ষমতায় ছিলেন তারা পার্বত্য চ্ট্টগ্রামের উন্নয়ন তো দুরের কথা শুধু নিজেদের উন্নয়ন করে গেছ্।ে তিনি ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.