করোনা ভাইরাস প্রতিরোধে মহালছড়িতে কর্মহীনদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

Published: 11 Apr 2020   Saturday   

করোনা ভাইরাস  সংক্রমন রোধে  খাগড়াছড়ির মহালছড়িতে কর্মহীন  মানুষের মাঝে  শনিবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রি বিতরণ  করা হয়েছে।

 

উপজেলার মুড়া পাড়া নামক এলাকায় গিয়ে কর্মহীন মানুষের মাঝে নিরাপদ দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরন এবং শিশুদের মাঝে শিশু খাদ্য সামগ্রী বিতরন করেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত। এসময় তিনি ওই এলাকায় কয়েকজন শিশুর হাম রোগীর প্রার্দুভাব দেখা দিলে সেখানে গিয়ে রোগীদের খোঁজ খবর নেন। এসময়  উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সহকারী মেডিকেল অফিসার ডা: মৃদুল কান্তি ত্রিপুরা, উপজেলা স্যানিটেশন অফিসার সুরেশ কান্তি চাকমা, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা। 

 

এরপর উপজেলার মহাজনপাড়া গ্রামে ঢাকা থেকে আগত মহাজনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হোম কোরাইন্টাইন থাকা লোকজনদের সরাসরি গিয়ে খোঁজখবর নেন এবং খাদ্য সামগ্রী বিতরন করেন।

 

এছাড়া মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীলসহ উপজেলার টিএন্ডটি পাড়াসহ যৌথখামার এলাকার প্রায় ১শ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন। এছাড়াও তিনি প্রতিটি এলাকায় গিয়ে জনসাধারণকে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন এবং সরকারী নির্দেশ মেনে যার যার বাড়িতে থাকার পরামর্শ দেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত