ইউপিডিএফ সভাপতি`র বিজু,বৈসুক, সাংক্রাইন’র শুভেচ্ছা জানালেন

Published: 11 Apr 2020   Saturday   

জাতীয় ঐতিহ্য ধরে রাখার স্বার্থে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে পারিবারিক গণ্ডির মধ্যে সীমিত আকারে বিজু,বৈসুক, সাংক্রাইন এর উৎসবে খানাপিনা আয়োজনের আহ্বান জানিয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সভাপতি প্রসিত বিকাশ খীসা।  পাশাপাশি উৎসবে এমন কিছু না করতে অনুরোধ জানিয়ে তিনি বলেন যাতে করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যাঘাত সৃষ্টি হয়।

 

শনিবার বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে  ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সভাপতি প্রসিত বিকাশ খীসা এ আহ্বান জানিয়েছেন।

 

বিবৃতিতে ইউপিডিএফ নেতা পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী অন্যতম সামাজিক উৎসব বিজু,বৈসুক, সাংক্রাইন এর জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পার্বত্য চট্টগ্রামের সকল অধিবাসীসহ দেশবাসী, বিদেশে প্রবাসী পাহাড়ি ও কারাগারে আটক পার্টির নেতাকর্মী ও সমর্থকদের প্রতি শুভেচ্ছা জানান এবং সকলের সুখ, সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও নিরাপদ জীবন কামনা করেন।

 

বিবৃতিতে তিনি আরো বলেন, ‘এ বছর এমন সময়ে এ বিজু,বৈসুক, সাংক্রাইন উৎসবের আগমণ ঘটেছে যখন বাংলাদেশসহ সারা বিশ্বে করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারী তার করাল থাবা বিস্তার করে ইতিমধ্যে লক্ষাধিক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এই ভাইরাসের কারণে দেশে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ রাখতে হয়েছে এবং জনগণকে অবরুদ্ধ অবস্থায় দিনযাপন করতে হচ্ছে।’

 

‘পার্বত্য চট্টগ্রামে করোনাভাইরাসের ভয় ও আতঙ্ক ছাড়াও জনগণকে সব সময় দমনপীড়ন ও গ্রেফতারের ভয়ে ত্রটস্থ থাকতে হয়’ উল্লেখ করে তিনি  তিনি অভিযোগ করে  বলেন, ‘এ পরিস্থিতিতে স্বাভাবিকভাবে উৎসব ম্লান হতে বাধ্য।’ তা সত্বেও জাতীয় ঐতিহ্য ধরে রাখার স্বার্থে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে পারিবারিক গণ্ডির মধ্যে সীমিত আকারে  খানাপিনা আয়োজনের  তিনি আহ্বান জানান।

 

বিবৃতিতে তিনি পার্টির কেন্দ্রীয় কমিটি কর্তৃক ২৬ মার্চ জারিকৃত সার্কুলারে বর্ণিত নির্দেশনা অনুসরণ করে করোনা মোকাবিলায় সব সময় জনগণের পাশে থাকার জন্য পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত