খাগড়াছড়িতে মধ্য রাতে আসা শতাধিক শ্রমিককে আটক করে হোম কোয়ারেন্টিনে

Published: 10 Apr 2020   Friday   

প্রশাসনের কঠোরতায়ও ঠেকানো যাচ্ছে না বাইরের লোকজনের খাগড়াছড়িতে প্রবেশ। মধ্যরাতে নানা পন্থায় খাগড়াছড়ি ঢুকে পড়ছে। এমনিভাবে খাগড়াছড়ি প্রবেশকালে  শুক্রবার ভোর রাতে ১০টি মাইক্রোবাসসহ শতাধিক শ্রমিককে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করেছে।

 

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রশীদ জানান, ভোর রাতে খাগড়াছড়ি শহরের বঙ্গবন্ধু স্কোয়ারে ১০টি মাইক্রেবাস তল্লাসী করে হাসাপাতাল কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

 

আটক শ্রমিকরা জানান, তারা ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন ইপিজেডে কর্মরত ছিলেন। করোনাভাইরাসের ভয়ে তারা মাইক্রোবাস ভাড়া করে খাগড়াছড়িতে এসেছে।

 

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার পূর্ণ জীবন চাকমা জানান, দেশের বিভিন্ন স্থান থেকে আসা শ্রমিকদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তাদের কারনে খাগড়াছড়ির অনেক লোক আতংকিত হয়েছে পড়ছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত