রাঙামাটিতে দ্বিতীয় দিনের মতো ত্রাণ সহায়তা পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ

Published: 10 Apr 2020   Friday   

করোনা পরিস্থিতি মোকাবেলায় রাঙামাটিতে দ্বিতীয় দিনের মতো  শুক্রবার হতদরিদ্র খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

 

শহরের মোল্লা পাড়া, হাসপাতাল  এলাকা, পাবলিক হেলথ, ডুবোচর ও তবলছড়ির ওয়াপদা কলোনীতে দুই শতাধিক পাহাড়ি-বাঙ্গালী পরিবারের মাঝে ত্রান দেয়া হয়। সংগঠনের নেতৃবৃন্দ সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে এসব এলাকার দরিদ্র মানুষের ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন।  এ সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সাব্বির আহমেদ, যুগ্ন সম্পাদক মাওলানা আবু বকর ছিদ্দিক, প্রচার সম্পাদক মোঃ শাহজাহান, কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী জালোয়া, মোরশেদা আক্তার, হাবিব আজম, মাসদু পারভেজ, মোঃ আবচার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

নেতৃবৃন্দ এসব এলাকায় গিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে হতদরীদ্র মানুষের হাতে হাতে ত্রাণ তুলে দেন। এসময় সংগঠনের নেতৃবৃন্দ সকলকে সচেতন হবার আহবান জানিয়ে যার যার ঘরে অবস্থান করার অনুরোধ জানান। এ সময় নেতৃবৃন্দ বলেন যে কোন দুঃসময়ে বিপদে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পার্বত্যবাসীর পাশে থাকার আশ্বাস দেন। আগামীকালও শহরের বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করা হবে বলে জানান নাগরিক পরিষদের নেতৃবৃন্দ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত