বরকলে দুর্গম অাইমাছড়া ইউনিয়নে দুষ্ট গরীব পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ

Published: 10 Apr 2020   Friday   

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত দুর্যোগ মোকাবেলায় বরকলের আইমাছড়া ইউনিয়নের খেটে-খাওয়া ও দুষ্টু গরীব পরিবারের মাঝে শুক্রবার খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। 

        

আইমাছড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে  খেটে-খাওয়া ও দুষ্টু গরীব পরিবারের মাঝে চাল বিতরণ করেন আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা। এসময় অাইমাছড়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের করুনা লাল চাকমা ও ৪,৫ও ৬ নং ওয়ার্ডে মহিলা সদস্য (সংরক্ষিত)  শুভ মালা চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।       

        

এসময় সরকারের  বরাদ্দকৃত চালের মধ্যে প্রতি পরিবারকে ১০ কেজি করে সর্বমোট ৬শ ৮০ কেজি চাল বরকল  অাইমাছড়া ইউনিয়নে ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে ৬৮ পরিবারের মাঝে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে বিতরণ করা হয়।  

 

অাইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান,  করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত দুর্যোগ মোকাবেলায় সরকার খেটে খাওয়া দিনমজুর ভিক্ষুক কর্মহীন গৃহবন্দী মানুষের পাশে থেকে   সর্বদা সহযোগিতা দিয়ে যাচ্ছেন । তারই অংশ হিসেবে  অাইমাছড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দায়িত্বের সাথে যতটুকু সম্ভব দুর্গম এলাকায় খাদ্যশস্য( চাল) পৌঁছে দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। অার সরকারের এ বরাদ্দকৃত চাল দুর্গম পাহাড়ি এলাকায় অসহায় হতদরিদ্র পরিবারের জন্য পর্যাপ্ত নয়। সেজন্য এ বিষয়টি সরকারের পক্ষ থেকে  সুদৃষ্টিতে দেখা উচিৎ বলে তিনি জানান । 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.    

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত