করোনা মোকাবেলায় কাউখালীতে হত দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ

Published: 09 Apr 2020   Thursday   
no

no

করোনা মোকাবেলায় রাঙামাটির কাউখালী উপজেলায় বৃহস্পতিবার কর্মহীন দুই হাজার হত দরিদ্র  পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী  বিতরণ করা হয়েছে।

 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় ও উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করেন রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।

 

এ সময় জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, জেলা পরিষদ সদস্য ও কাউখালী উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুই প্রু চৌধুরী, কাউখালী উপজেলা চেয়ারম্যান শামসুদ্দোহা চৌধুরী, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা শতরূপা তালুকদার, রাঙামাটি প্রেসক্লাব সভাপতি ও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সদস্য সাখাওয়াৎ হোসেন রুবেল, কাউখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকার, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদ উল্লাহ, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যাজাই মারমাসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।

 

পরে বেতবুনিয়া ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণের জন্য ইউনিয়ন পরিষদ মেম্বার ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দের হাতে খাদ্য শস্য তুলে দেয়া হয়। বিতরণকৃত খাদ্য শস্যও মধ্যে রয়েছে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী।

 

এসময় দীপংকর তালুকদার এমপি বলেছেন, রাজনৈতিক দিক বিবেচনায় নয়, করোনা ভাইরাস মোকাবেলা করতে ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড়ের প্রতিটি কর্মহীন দরিদ্র পরিবারের ঘরে ঘরে খাদ্য পৌছে দিতে হবে।


তিনি আরো বলেন, ত্রাণ সামগ্রী নিয়ে যাতে কারো বিরুদ্ধে কোন অভিযোগ না উঠে। যদি এমন কোন অভিযোগ আমরা পায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি দরিদ্র পরিবারের সঠিক তালিকা প্রণয়নের মাধ্যমে ত্রাণ সামগ্রী পৌছে দিতে নেতা-কর্মিসহ প্রশাসনের প্রতি আহবান জানান।


রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুই প্রু চৌধুরী বলেন, আমাদের প্রিয় নেতা দীপংকর তালুকদার এম পি’র নেতৃত্বে রাঙামাটি জেলাধিন ১০ উপজেলার দুর্গম এলাকায় ত্রাণ সামগ্রী পৌছে দেয়া হচ্ছে। তারই আলোকে কাউখালী উপজোল ৪ টি ইউনিয়নের দুর্গম এলাকা গুলোতে ২ হাজার পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত