করোনো ভাইরাস সংক্রামণ মোকাবিলার অংশ হিসেবে রাঙামাটির জেলার স্থানীয় উন্নয়ন সংস্থা জুম ফাউন্ডেশন প্রশাসনের তহবিলে আর্থিক সহায়তা দিয়েছে।
সোমবার রাঙামাটি জেলা প্রশাসন ও মঙ্গলবার প্রত্যক উপজেলা প্রশাসনের কাছে পৌঁছে দেয় এই আর্থিক সহায়তা।
জেলা প্রশাসকের কাছে দেওয়া এক আবেদনে জানা গেছে, বর্তমান দুর্যোগময় পরিস্থিতিতে জুম ফাউন্ডেশন করোনাভাইরাস প্রতিরোধে রাঙামাটি জেলার লিন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের বেতন টাকা ও জুম ফাউন্ডেশন রাঙামাটি জেলা প্রশাসনের তহবিলে ২০ হাজার টাকা জমা দেওয়া হয়। এছাড়া সোমবার ও মঙ্গলবার বাঘাইছড়ি, লংগদু, নানিয়ারচর, কাউখালী, বরকল, জুরাছড়ি, রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলা প্রশাসনকে ১০ হাজার করে ৮০ হাজার টাকা পৌঁছে দেওয়া হয়।
জুম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সুজল কান্তি চাকমা জানান, জুম ফাউন্ডেশনেরর আওতায় জেলায় ৮ উপজেলায় বাংলাদেশে করোনোভাইরাস সনাক্ত হওয়ার পর থেকে সংস্থাটি তৃণমূল পর্যায়ে জনসচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। প্রত্যক উপজেলায় পাড়া ও গ্রামে লিন প্রকল্পের সংশ্লিষ্ট এলএসপি, ডব্লিউবিসি সদস্য ও কিশোর-কিশোরী দলের নেতাদের মাধ্যমে স্থানীয় বিহার,মন্দির ও মসজিদ থেকে মাইকিং করে সচেতনতামূলক তথ্য প্রচার করা হয়। এছাড়া জনগণকে সচেতন বৃদ্ধির লক্ষে নিয়মিত কাজ করে যাচ্ছে জুম ফাউন্ডেশন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.