রাঙামাটিতে অসহায় ও গরীব ১২০ পবিরারের ঘরে ঘরে খাদ্য শষ্য পৌছে দিয়েছে ছাত্রলীগ

Published: 07 Apr 2020   Tuesday   

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া রাঙামাটিতে অসহায় ও গরীব ১২০ পরিবারের ঘরে ঘরে মঙ্গলবার খাদ্য শষ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য পৌছে দিয়েছে জেলা ছাত্রলীগ।

 

জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সূজন ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার নেতৃত্বে শহরের রির্জাভ বাজার,তবলছড়ি, কলেজ গেইট, হাসপাতাল এলাকা, আসামবস্তিসহ বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে গরীব ও অসহায় ১২০ পরিবারে খাদ্য শষ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য পৌছে দেন। খাদ্য শষ্যও মধ্যে রয়েছে  ৫ কেজি কওে চাউল, তৈল, আলু,ডাল ও সাবান।

 

জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সূজন জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় বসবাসরত অসহায় ও গরীব ১২০ পরিবারের মাঝে খাদ্য শষ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য ঘরে ঘরে পৌছে দেয়া হয়েছে। পরবর্তীতে জেলা ছাত্রলীগের পক্ষ আরো  চারশ পরিবারের মাঝে খাদ্য শস্য  পৌছে দেয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত