মহালছড়িতে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে ইউএনও`র ত্রাণ বিতরণ

Published: 06 Apr 2020   Monday   

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মনাটেক গ্রামে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সোমবার ত্রাণ বিতরণ করেছেন উপজলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)।

 

রোববার সন্ধ্যায় হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের তান্ডবে মৈত্রীশ্বর চাকমা বসতঘরটি লন্ডভন্ড হয়ে যায়। আহত হয় মৈত্রীশ্বর চাকমার স্ত্রী কালোসুচি চাকমা। আহত কালোসুচি চাকমাকে মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। 

 

 সোমবার দুপুর আড়াই টায় মনাটেক গ্রামে সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্ত বসতঘরটি পরিদর্শন করেন, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, মহালছড়ি উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রাশেদুজ্জামান রাশেদ। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গগণ উপস্থিত ছিলেন। 

 

 পরিদর্শন শেষে ক্ষতিগস্ত পরিবারকে ত্রাণ বিতরন করেন এবং বাড়ি নিমার্নের জন্য ঢেউটিন প্রদানের আশ্বাস প্রদান করেন ইউএনও। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত