রাঙামাটির বাঘাইছড়িতে জিপ-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে পাহাড়ি খাদে পড়ে বগড়া চাকমা নামের এক জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে মোটরসাইকেল চালকসহ অপর দু’জন গুরুতর আহত হন। গত শুক্রবার রাতে বাইঘাইছড়ির দূর্গম দুইটিলা আর্মি ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন অন্তর চাকমা এবং সুবাস চাকমা (১৭)। তারা প্রত্যেকে বাঘাইছড়ি উপজেলার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীঘিনালা গামী একটি জিপ গাড়ি (নাম্বার খাগড়াছড়ি-ব–২২৬৩) বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলটি পাহাড়ি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বগড়া চাকমা ঘটনাস্থলে মারা যান এবং অপর দু’জন গুরুতর আহত হন। তবে জিপ চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
দুইটিলা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, সেনাবাহিনীর একটি দল হতাহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.