রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান বৃষকেতু চাকমার নেতৃত্বাধীন ১৫ সদস্যের অর্ন্তবর্তীকালীন পরিষদ গতকাল রোববার দায়িত্বভার গ্রহন করেছেন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন দায়িত্ব হস্তান্তর উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, নবনিযুক্ত চেয়ারম্যান বৃষকেতু চাকমাসহ ১৪ সদস্যরা ছাড়াও বিদায়ী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পরিষদের মুখ্য নিবার্হী কর্মকর্তা এস এম জাকির হোসেনর পরিচালনায় এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাইফ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে পরিষদের নব নিযুক্ত চেয়ারম্যান ও সদস্যরা যোগদান পত্রে স্বাক্ষর করেন। পরে বিদায়ী চেয়ারম্যান নিখিল কুমার চাকমাকে জেলা পরিষদের পক্ষ থেকে বিদায় জানানো হয়।
যোগদান অনুষ্ঠান শেষে বিদায়ী চেয়ারম্যান নিখিল কুমার চাকমা পার্বত্য এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার সকলের প্রতি আহবান জানান। পরে দলীয় শত শত নেতাকর্মী বিদায়ী চেয়ারম্যান নিখিল কুমার চাকমাকে জেলা পরিষদ থেকে বিদায় জানায়।
এদিকে, নবনিযুক্ত পরিষদ চেয়ারম্যান ও সদস্যরা দায়িত্ব গ্রহনের পর রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধুর স্মৃতি ভাষ্কর্য ও মানিকছড়ির সাপছড়িতে বীশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ ও তিন পাহাড়ী মুক্তিযোদ্ধার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তারা এক মিনিট নীরবতা পালন করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.