করোনা প্রতিরোধে দীঘিনালায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সেনাবাহিনীর প্রচারণা

Published: 03 Apr 2020   Friday   

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ধর্মীয় গুরুদের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণা চালিয়েছে সেনাবাহিনী।

 

শুক্রবার সকাল থেকে উপজেলার মেরুং, বোয়ালখালী, কবাখালী, দীঘিনালা ও বাবুছড়া ইউনিয়নে মসজিদ,মন্দির ও কেয়াংসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দিনব্যাপী প্রচারণা চালায় সেনাবাহিনী।  এসময় ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানসহ বিভিন্ন লোকজনকে দীঘিনালা সেনা জোনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।


ধর্মীয় প্রতিষ্ঠান সমুহে দিনব্যাপী প্রচারণা শেষে ক্যাপ্টেন ফাহাদ বিন শফি জানান, করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জরুরী প্রয়োজনে হাটÑবাজারে আসা লোকজনকে নিরাপদ দূরত্ব বজায় রাখা, হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা, বিভিন্ন সড়কে জীবানু নাশক স্প্রে করা ও মাইকিং করাসহ প্রানঘাতি এই ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে দীঘিনালা জোনের সেনাবাহিনী


বোয়ালখালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি উপজেলার দুর্গম পাহাড়ী জনপদ রথিচন্দ্র কারবারী পাড়ায় হাম প্রতিরোধে বিনামূল্যে চিকিৎসা সেবা ও আক্রান্ত পরিবারদের মাঝে খাদ্য সহায়তা প্রদানের মাধ্যমে মানবতার সেবায় দৃষ্টান্ত স্থাপন করেছে দীঘিনালা জোনের সেনাবাহিনী। মানুষের সংকটময় মুহুর্তে সেনাবাহিনীর এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবীদার বলেও জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত