রাঙামাটিতে অসহায় পরিবারের মাঝে ত্রাণ তুলে দিলেন দীপংকর তালুকদার এমপি

Published: 03 Apr 2020   Friday   

করোনা মোকাবেলায় কর্মহীন দুস্থ মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।

 

শুক্রবার শহরের রিজার্ভ বাজার এলাকায় হাজী ইউসুফ আলী কোম্পানীর পরিবারের উদ্যোগে দৈনিক ৩০ পরিবারকে দূর্যোগ কালীন খাদ্য সহায়তার উদ্বোধন করে এই ত্রাণ সামগ্রী তুলে দেন।

 

এ সময় রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যার মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মনসুর আলী, হাজী ইউসুফ কোম্পানীর ছেলে অভ্যন্তরীন লঞ্চ মালিক সমিতির সভাপতি মঈন উদ্দিন সেলিম প্রমুখ।

 

এদিকে শ্রী শ্রী গীতাশ্রম মন্দিরের উদ্যোগে কর্মহীন ১৬০ টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়েছে। সকালে শ্রী শ্রী গীতাশ্রম মন্দিরে প্রাঙ্গনে পরিবার গুলোর মাঝে ত্রাণ সমাগ্রীর তুলে দেয়ার কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসনের আরডিসি সহকারী ম্যাজিষ্ট্রেট পল্লব হোম দাশ এবং সহকারী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম, পৌর কাউন্সিলার হেলাল উদ্দিন, মন্দির কমিটির সভাপতি আশীষ দাশ গুপ্ত ও সাধারণ সম্পাদক প্রকাম তালুকদার। পরে মন্দির কমিটি নেতৃবৃন্দ বাড়ী বাড়ী গিয়ে পরিবার গুলোর হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত