করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া কাপ্তাইয়ের ৪টি ইউনিয়নের প্রায় ২’শতাধিক অসহায় কর্মহীন শ্রমজীবি পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে রাঙামাটি পার্বত জেলা পরিষদ।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, জেলা পরিষদ সদস্য শান্তনা চাকমা। ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তনচংগ্যার তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য থোয়াইচিং মং মারমাসহ আরও অনেকে।
পরে কাপ্তাই উপজেলার রাইখালী, কাপ্তাই, চন্দ্রঘোনা ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন, সাধারন সম্পাদক ঝুলন দত্ত, অর্থ সম্পাদক নূর হোসেন মামুন, ইউপি চেয়ারম্যান ও সদস্যরা ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.