দীঘিনালায় কর্মহীন ও গরীবদের পাশে দাড়ালেন বাসন্তী চাকমা এমপি

Published: 01 Apr 2020   Wednesday   

করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে কর্মহীন হয়ে পড়া খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুই ইউনিয়নে গরীব, দুস্থ এবং অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন তিন পার্বত্য জেলার নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা।

 

বুধবার বিকেলে দীঘিনালা উপজেলার দীঘিনালা ইউনিয়নের বড়াদাাম দুটি স্থানে ও মেরুং ইউনিয়নের রসিক নগর ও গোপাল মেম্বার পাড়ায় দেড় শত পরিবারের কাছে এই ত্রাণ বিতরণ করেন। বিতরণ করা খাদ্য সামগ্রির মধ্যে রয়েছে চাল, ডাল, তেল,আলু ও সাবান। তিন পার্বত্য জেলা নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা ব্যাক্তিগত পক্ষ থেকে এ ত্রাণ বিতরণ করেন।


এছাড়াও দীঘিনালা যাওয়ার পথে বিভিন্ন স্থানে থাকা গরীব ও অসহায় চার পরিবারকে ত্রাণ বিতরণ করেন তিনি।


এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লাকী আক্তার, সাংগঠনিক সম্পাদক লিপি দেওয়ান ও আওয়ামীলীগ নেত্রী ইতালী চাকমা।


এর আগে তিনি দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা হামে আক্তান্ত রোগীদের দেখতে দীঘিনালা স্বাস্থ্য কমপ্রেক্সে যান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তনয় তালুকদারের মাধ্যমে ভতির্ থাকা রোগীদের পরিবারকে আর্থিক সহযোগীতা দেন।

 

এ সময় বাসন্তী চাকমা এমপি বলেন, বর্তমান এই দুর্যোগের সময়ে সামান্য হলেও অসহায়দের পাশে দাড়াতে পেরেছেন তার সবাইয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি ত্রাণ নিতে আসা লোকদের কাছে প্রধানমন্ত্রীসহ সকলের জন্য দোয়া প্রার্থনা কামনা করেন। ভবিষ্যতে তিনি জনগনের পাশে থাকবেন বলে উপস্থিত লোকদের আশ^স্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত