রাঙামাটিতে ন্যাযমূল্যে টিসিবির নিত্যপন্য সামগ্রী বিক্রি শুরু

Published: 01 Apr 2020   Wednesday   

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় রাঙামাটিতে নিম্ন আয়ের মানুষদের মধ্যে ন্যায্যমূল্যে টিসিবি নিত্যপণ্য সামগ্রী বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন বাংলাদেশ (টিসিবি)। ভ্রাম্যমান ট্রাকে করে পেঁয়াজ, মশুর ডাল, চিনি, সয়াবিন তেল বিক্রি করছে।

 

বুধবার সকাল থেকে জেলায় বাজারগুলোতে ভ্রাম্যমান ট্রাকে করে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় এইসব পণ্য বিক্রির উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নির্বাহী মাজিস্ট্রেট উত্তম কুমার দাশ, পল্লব হোম দাশ, মোঃ বোরহান উদ্দিন মিটু ও ডিলার জিল্লুর রহমান।

 

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন, করোনা ভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পৌর শহরের বিভিন্ন স্থানে এই নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রি করা হবে। যাতে করে এলাকার সাধারণ মানুষরা ন্যায় মূল্যে নিত্যপ্রয়োজনীয় পন্যগুলো ক্রয় করতে পারে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত