রাঙামাটিতে হোম কোয়ারেন্টাইনে ৯২ জন

Published: 01 Apr 2020   Wednesday   

করোনা ভাইসরাস সংক্রমণ প্রতিরোধে  বুধবার পর্ষন্ত রাঙামাটিতে ৯২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলায় মোট ১৮২ জন হোম কোয়ারেন্টাইনে থাকাদের মধ্যে থেকে ৯০ জনকে ইতোমধ্যে ছাড়পত্র দিয়েছে রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগ।

 

হোম কোয়ারেন্টাইনের থাকা লোকজনকে নিরাপদ আশ্রয়ে থাকতে নিশ্চিত করতে কাজ করছে জেলা প্রশাসনের মোবাইল টিম ও সেনাবাহিনী ও পুলিশ। অন্যদিকে পুরো রাঙামাটি জুড়ে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নজরদারী। শহরে দিন রাত প্রশাসনের মোবাইল টিম চালাচ্ছেন অভিযান।

 

রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানান, রাঙামাটির সার্বিক পরিস্থিতি ভালো  রয়েছে। বুধবার ১ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়াসহ  মোট ৯২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আশা করা যাচ্ছে সামাজিক দুরত্ব নিশ্চিত করা গেলেই করোনা ভাইরা সংক্রামণ  কোনভাবেই ছড়িয়ে পড়বে না। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত