মাটিরাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষের অপসারণের দাবীতে শিক্ষক-শিক্ষিকাদের অবস্থান ধর্মঘট

Published: 28 Mar 2015   Saturday   

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবুল হোসেনের অপসারণের দাবীতে অবস্থান ধর্মঘট পালন করেছেন শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

 

“জঙ্গীবাদের সাথে সম্পর্ক রাখার অভিযোগে অভিযুক্ত এবং দুর্নীতিবাজ অধ্যক্ষের অপসারণ চাই”-এই ব্যানারে শনিবার সকাল ১০টা থেকে পাঠদান বন্ধ রেখে কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচী পালন করে তারা।

 

এসময় শিক্ষক-শিক্ষিকাদের পক্ষে বক্তব্য রাখেন কলেজের উপাধক্ষ্য প্রশান্ত কুমার ত্রিপুরা, অধ্যাপক এ,কে,এম বেলাল উদ্দিন ও আবুল হোসেন পাটোয়ারী প্রমুখ। 

 

বক্তব্যে কলেজ অধ্যক্ষ আবুল হোসেনের দুনীতি ও অনিয়মের নানা ফিরিস্তি তুলে ধরে তাকে অপসারণ না করা পর্যন্ত কর্মসূচী চালিয়ে যওয়ার ঘোষণা দেন শিক্ষকরা।

--হিলবিডি২৪/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত