করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রাঙামাটিতে আ’লীগসহ অংগ সংগঠনের সচেতনতামূলক কর্মকান্ড

Published: 27 Mar 2020   Friday   

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গণ সচেতনামূলক অংশ হিসেবে জেলা আ’লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা  বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করছেন।

 

সচেতনামূলক অংশ হিসেবে প্রশাসনের পাশাপাশি গেল বুধবার থেকে জেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতা কর্মীরা শহরের বিভিন্ন স্থানে জনসচেতনতামূল কর্মকান্ডে অংশ গ্রহন করেন। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের ব্যবস্থাপনায় শহরের বিজার্ভ বাজারস্থ পাহাড়িকা কাউন্টার সংলগ্ন এলাকায় জীবানুমুক্ত রাখতে হাত ধুওয়ার জন্য স্থায়ীভাবে  বেসিন স্থাপনের উদ্ধোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য হাজি মুছা মাতব্বর। এসময় উপস্থিত ছিলেন সহকারি প্রকৌশলী সজল চক্রবর্তী,সদর উপজেলার উপ-সহকারি প্রকৌশলী শুভ্রত বড়–য়া ও ২নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর আবদুল করিম।

 

এদিকে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সচেতনতামূলক চম্পক নগর এলাকার প্রতিটি ঘরে ঘরে স্প্রে করেছেন ৮নংওয়ার্ডের যুবলীগ সাধারণ সম্পাদক মো.নাসির উদ্দিনের নেতৃত্বে ওয়ার্ড আওয়ামী যুবলীগ,ছাত্রলীগসহ এলাকার সচেতনমহল। রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদারের পক্ষে ৮নং ওয়ার্ডের জন্য একটি স্প্রে মেশিন কিনে দেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বর। এছাড়া করোনা ভাইরাস সংক্রমণরোধে জনসচেতনতার লক্ষে দীপংকর তালুকদার এমপির পক্ষে জেলা স্বেচ্ছাসেবক লীগ পুলিশ লাইন এলাকায় জনসাধারণের মধ্যে সচেতনতামূলক মাক্স বিতরণ করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো.শাহাজানসহ অনেকে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত