রাঙামাটিতে সেনাবাহিনীর পক্ষ থেকে হোম কোয়ারেন্টাইনদের খাদ্য সামগ্রি বক্স বিতরণ

Published: 26 Mar 2020   Thursday   

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রাঙামাটি হোম কোয়ারেন্টাইনে থাকা লোকজনদের ঘরের ভেতর থাকার উদ্ধুদ্ধ করতে গতকাল বৃহস্পতিবার সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের পক্ষ থেকে খাদ্য সামগ্রির বক্স ও মাস্ক বিতরণ করা হয়েছে।

 

সকালের দিকে রাঙামাটি রিজিয়নের জিটুআইসি মেজর মহিউদ্দীন ফারুকীর নেতৃত্বে শহরের চম্পকনগরসহ বিভিন্ন স্থানে হোম কোয়ারেন্টাইনে থাকা ১১২জনকে তাদের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগির বক্স ও মাস্ক বিতরণ করা হয়।

 

এছাড়া সেনা বাহিনী  করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাধারন মানুষের মাঝে দুই হাজার মাস্ক বিতরণ ও  শহরের বিভিন্ন স্থানে বেসিন স্থাপন করে জীবানুনাশক হ্যান্ড ওয়াশের ব্যবস্থা করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত