করোনা ভাইরাস প্রতিরোধে জীবন ঝুঁকি নিয়ে কাজ করছেন বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা

Published: 26 Mar 2020   Thursday   

রাঙামাটির বরকলে করোনা ভাইরাস প্রতিরোধে গণ সমাগম এড়াতে এবং জনসচেতনতা সৃষ্টি লক্ষে জীবনের ঝুকি নিয়ে কাজ করছেন বরকল উপজেলা নির্বাহী   কর্মকর্তা এসএম মনজুরুল হক।

 

প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবারও বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করতে  যানউপজেলা নির্বাহী   কর্মকতা এসএম মনজুরুল হক। পরিদর্শনকালে তিনি স্বাস্থ্য বিভাগের প্রতিটি কক্ষ ঘুরে দেখেন। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য আইসোলেশন ব্যবস্থা  আছে কি না, ডাক্তার -নার্সদের স্বাস্থ্য নিরাপত্তার  জন্য পর্যাপ্ত সুব্যস্থা আছে কি না এবং স্বাস্থ্যসেবা নিতে  আসাসহ অন্যান্য রোগীরা  যথাযথ সেবা পাচ্ছে কি না এসব বিষয়ে  খোঁজ নেন। 

 

এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যাছিং সাগর, আবাসিক মেডিকেল অফিসার ( আর এম ও)  ডাঃ শিব্বির  আহমেদ, মেডিকেল অফিসার তানিয়া ও অনন্যা দাশ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর অাগের দিন বরকল বাজারে উপজেলা নির্বাহী  কর্মকর্তা এসএম মনজুরুল হকের নেতৃত্বে জীবাণুনাশক ঔষধ স্প্রে করা হয়। 

 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যাছিং সাগর   জানান,  স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন এবং যেকোনোভাবে সেবা দিতে প্রস্তুত। তবে অামাদের স্বাস্থ্য নিরাপত্তার দরকার। অামাদের বরকল উপজেলায় একটি মাত্র হাসপাতাল। যদি অাক্রান্ত রোগী অাসে তাহলে তার যথাযথ সেবা দেয়ার মতো সুব্যবস্থা নেই অামাদের স্বাস্থ্য বিভাগে। এমনকি করোনা ভাইরাস রোগ পরীক্ষা করার মতো কীটস বা পর্যাপ্ত সুব্যবস্থা নেই। স্বাস্থ্য সুরক্ষার জন্য মাত্র ৫/৬টি পিপিই, হ্যান্ড গ্লাভস ও মাস্কা অাছে। এগুলো যথেষ্ট নয় বলে তিনি জানান। তিনি , ডাক্তার নার্সদের স্বাস্থ্য সুরক্ষার জন্য পিপিই, সেফটি মোজা, হ্যান্ড গ্লাভস, টুপি,হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক সহ স্বাস্থ্য সুরক্ষার জন্য যাবতীয় সরঞ্জাম দেয়ার জন্য সরকারের নিকট জোর দাবি জানান।

 

উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক জানান, বরকলে বর্তমান পর্যন্ত কোয়ারান্টাইনে থাকা কোন লোকজন নেই।  তবে  আক্রান্ত  রোগীদের জন্য বরকল স্বাস্থ্য বিভাগে   অাইসোল্যাশনের ব্যবস্থা করে দেয়া হয়েছে। 

 

তিনি  আরো জানান,বরকল উপজেলা স্বাস্থ্য বিভাগে করোনা ভাইরাস পরীক্ষার করার জন্য এখনো কীট বা পর্যাপ্ত সুব্যবস্থা নেই।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত