খাগড়াছড়িতে আইসোলেশনে থাকা রোগীর মৃত্যু, হোম কোয়ারেন্টাইনে ৪

Published: 26 Mar 2020   Thursday   

খাগড়াছড়ি সদর আধুনিক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে থাকা এক রোগীর মৃত্যু হয়েছে। বুধবার রাত পৌণে ৯টার দিকে ওই রোগীর মৃত্যু হয়।

 

খাগড়াছড়ি সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পূর্ণজীবন চাকমা জানান,বুধবার সকালে শ্বাসকষ্ট, গলা ব্যথা নিয়ে হাসপাতালে আসলে লক্ষণ দেখে তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।  নিহত ব্যক্তির বয়স ৩০ বছরের মতো। পেশায় দিনমজুর ছিলেন। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানিয়েছে তার স্বজনরা। যথাযথ নিয়ম অনুসরণ করে স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে মরদেহ ওই ব্যাক্তির গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

 

তিনি আরো জানান, নিহত ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। তার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকসহ, ২ নার্স ও ১ আয়াকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত