রাঙামাটিতে সিএনজি চালকদের খাদ্যশষ্য ও ভোজ্য তেল বিতরণ

Published: 25 Mar 2020   Wednesday   

করোনা ভাইরাসের সংক্রামক থেকে রক্ষার্থে সরকারী ঘোষনা অনুযায়ী ২৬ মার্চ থেকে  সারাদেশে মতো রাঙামাটি শহরেও সিএনজি(অটোরিক্সা) চলাচল বন্ধ থাকবে। এ লক্ষে চালকদের পরিবারের মাঝে সম্ভাব্য দূর্যোগ নেমে আসার আশঙ্কা থেকে প্রতিজন অটোচালককে মাথাপিছু ২৫কেজি চাউল ও ৫ লিটার ভোজ্যতেল বিনামূল্যে বিতরণ করেছে অটোচালকদের সংগঠন রাঙামাটি বেবিটেক্সি চালক কল্যাণ সমিতি।

 

বুধবার শহরের সমিতির কার্যালয়ে সংগঠনের কল্যাণ ফান্ড থেকে এসব খাদ্যশষ্য ও ভোজ্য তেল বিতরণ  করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান।  এসময় সংগঠনের সভাপতি পরেশ মজুমদার, সহ-সভাপতি কবির আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, নুরুল ইসলাম, কামাল হোসেন, আফসার সদস্যসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এসময় তিনি বলেন, সরকারের নির্দেশনানুসারে করোনা ভাইরাসের সংক্রামন থেকে রক্ষায় সবাইকে নিজ নিজ বাসায় আবদ্ধ থাকতে হবে। যেহেতু সামনের দিনগুলো আমাদের জন্য কি ধরনের বিপদ হতে পারে সে বিষয়ে আমরা নিশ্চিত নই। তাই সামান্য কষ্ট করে হলেও সাধারণ চালক ভাইদেরকে বিপদকালীন সময়ের জন্য চাউল ও তেল বিতরণ করা হয়েছে।

 

এই সহায়তা পর্যাপ্ত নয় মন্তব্য করে  তিনি আরো বলেন, তারপরও তাদের সংগঠনের সামর্থ্য অনুসারে সদস্যদের পাশে দাঁিড়য়েছি।

 

এদিকে চাউল ও তেল পাওয়া অটোরিক্সা চালকরা জানান, তাদেরা প্রতিদিনের আয় দিয়ে সংসার চালাতাম। অনির্দিষ্ট্যকালের জন্য গাড়ি বন্ধ রাখার সরকারী সিদ্ধান্তে আমাদের মাথার উপর আকাশ ভেঙ্গে পড়ার মতো অবস্থা। অটোচালক জাকির হোসেন লিটন জানান, বউ-বাচ্চা নিয়ে কিভাবে সামনের দিনগুলো কাটাবো” এই দুঃশ্চিন্তায় যখন চালকরা দিশেহারা, ঠিক এমন সময়ে সংগঠনের সাধারণ সম্পাদকের উদ্যোগে চাউল ও তেল বিতরণে দুঃশ্চিন্তায় দিশেহারা চালকদের মনে এনেদিলো প্রশান্তির ছোয়া। আর যাই হোক অন্তত লবন দিয়ে হলেও দুমুঠো ভাত খেয়ে বেঁেচ থাকা যাবে বলেই দু’হাত তুলে নেতৃবৃন্দের জন্যে দোয়া করতেও ভূল করলোনা কয়েকজন বৃদ্ধ চালক।

 

রাঙামাটি বেবিটেক্সি চালক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শহিদুজ্জামান রোমান জানিয়েছেন, তাদের সংগঠনের নিজস্ব কল্যাণ ফান্ড থেকে প্রায় এক হাজার সদস্য চালকদের মাথাপিছু হারে ২৫ কেজি চাউল ও ৫ লিটার করে সয়াবিন তেল বিতরণ করেছি। কারন এই চালকরা বাসায় হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তাদের সংসারে চরম অভাব নেমে আসবে এবং এতে করে নিদারুন কষ্টকর পরিস্থিতি পড়তে হবে তাদের। তাই দূর্যোগময় মুহুর্তেও যাতে অন্তত তিন বেলা ভাত খেয়ে হলেও দিনানিপাত করতে পারে সেই লক্ষ্যেই তাদের জন্য এই উদ্যোগ বলেও জানিয়েছেন রোমান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত