রাঙামাটিতে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান

Published: 22 Mar 2020   Sunday   

করোনা ভাইরাসকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বেশী বিক্রির সংবাদে রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের মোবাইল টিম অভিযান চালিয়েছে।


রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইসলাম উদ্দিনের নেতৃত্বে রাঙামাটি শহরের প্রধান তিনটি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বেশ কয়েকটি দোকানদারকে দ্রব্যমূল্য বেশী রাখার দায়ে জরিমানা করা হয়। এছাড়া একই ভ্রাম্যমান আদালত মালয়েশিয়া ফেরত এক জনকে হোম কোয়ারেন্টাইন অমান্য করায় দুই হাজার টাকা জরিমানা করেছেন। তাছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা ভাইরাস সম্পর্কে জনগণকে সচেতন করতে শহরের বিভিন্ন স্থানে মাইকিং চালাচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত