নানিয়ারচরে শান্তির আলোর উদ্যোগে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য উন্নয়নে সচেতনামূলক সভা অনুষ্ঠিত

Published: 19 Mar 2020   Thursday   

রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের রামহরি পাড়া এলাকায় কিশোর-কিশোরীদের কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্ঠি নির্ভর আচরণে বিকাশ শীর্ষক সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

বুধবার ইউরোপিয়ন ইউনিয়নের অর্থায়নে, ইউনাইটেড পারপাস’র নেতৃত্বে জুম ফাউন্ডেশনের সহযোগিতায় ও শান্তির আলো উন্নয়ন সংস্থার আয়োজনে লিডারশিপ টু এনসিওর এডইকুয়েট নিউট্রিশন(লিন) প্রকল্পে সচেতনামূলক সভায় প্রধান অতিথি ছিলেন নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক কিরণধর চাকমা। শান্তির আলো উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নিরুপম চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহিলা হেডম্যান-কারবারী হেটওয়ার্কের নানিয়ারচর শাখার সাধারন সম্পাদক শাত্বনা খীসা, ঘিলাইছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার যোগেন্দ্র চাকমা, শিক্ষক কল্যাণ কুমার চাকমা, স্থানীয় কারবারী মিনতি চাকমা, এলাকার মুরুব্বী জীবন্ত চাকমা। স্বাগত বক্তব্যে দেন শান্তির আলো উন্নয়ন সংস্থার কমিউনিটি মবিলাইজার প্রীতিরুপা চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডালিয়া চাকমা।


সভা শেষে ৪০ কিশোরী ও কিশোরীদের মাঝে ন্যাপকিন, সাবান, টুথপেস,ব্রাশ, নেইলকাটার বিতরণ করা হয়।


উল্লেখ্য, ইউরোপিয়ন ইউনিয়নের অর্থায়নে, ইউনাইটেড পারপাস’র নেতৃত্বে জুম ফাউন্ডেশনের সহযোগিতায় ও শান্তির আলো উন্নয়ন সংস্থার আয়োজনে লিডারশিপ টু এনসিওর এডইকুয়েট নিউট্রিশন(লিন) প্রকল্পে শান্তির আলো উন্নয়ন সংস্থা সহযোগী সংস্থা হিসেবে নানিয়ারচর উপজেলায় ৪টি ইউনিয়নে এই প্রকল্প বাস্তবায়ন করছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত