বরকলে বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

Published: 16 Mar 2020   Monday   

"মুজিব বর্ষের সোনার বাংলা,ছড়ায় নতুন স্বপ্নাবেশ শিশুর হাসি অানবে বয়ে অালোর পরিবেশ " এই প্রতিপাদ্যকে বিষয় নিয়ে  বরকলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী(মুজিববর্ষ) ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও অালোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।

 

দিবসটির শুরুতে ৮টা ৩০মিনিটে বরকল উপজেলায় নব নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা পরিষদ,  উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, উপজেলা প্রেস ক্লাব,বরকল মডেল থানার অাইনশৃঙ্খলাবাহিনী, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে বঙ্গবন্ধুর অাত্মার মাগফেরাত কামনা ও শ্রদ্ধাভরে স্মরণ করেন। 

 

এরপর ৯টায় শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বর হতে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা, উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক বরকল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দিন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যছিং সাগরসহ বিভিন্ন শ্রেণির পেশার লোকজন অংশ নেন।  

 

এদিকে, দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে অালোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা। 

 

উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হকের সভাপতিত্বে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বরকল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডাঃ মংক্যছিং সাগর প্রমূখ । এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

 

এর অাগে মুজিববর্ষ উপলক্ষে উপজেলা কনফারেন্স কক্ষে শিশু কিশোর-কিশোরীদের নিয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

-- হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.                                                                                                               

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত