আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে রাঙামাটিতে গোল টেবিল বৈঠক

Published: 08 Mar 2020   Sunday   

আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে রোববার রাঙামাটিতে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রোমোটিং রাইটস থ্রো মোবিলাইজেশন(প্রাইম)প্রকল্প, বাংলাদেশ নারী প্রগতি সংঘ, সিএইচটি ওমেন এ্যাক্টিভিস্ট ফোরাম, হেডম্যান নেটওয়ার্ক, নারী হেডম্যান কার্বারী নেটওয়ার্ক, প্রোগ্রেসিভ, ব্লাস্ট রাঙামাটি, সনাক রাঙামাটির সমন্নিত উদ্যোগে এ গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়।

 

প্রোগ্রেসিভ এর নারী বির্বতন হল রুমে এ বৈঠকে  বক্তব্য রাখেন সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক এর সভাপতি  এড.ভবতোষ দেওয়ান, প্রোগ্রেসিভ এর নির্বাহী পরিচালক এবং সিএইচটি ওমেন এ্যাক্টিভিস্ট ফোরামের সমন্বয়কারী সুচরিতা চাকমা, ব্লাস্ট রাঙামাটি ইউনিটের এ্যাভোকেট মিলন চাকমা, সনাক রাঙামাটির ফ্যাসিলিটেটর  মোঃ নুরুল আলাল প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন সিএইচটি ওমেন এ্যাক্টিভিস্ট ফোরামের সদস্য নুকু চাকমা। অনুষ্ঠানে শিক্ষার্থী, নারী অধিকার কর্মী, আইনজীবী, হেডম্যান,কাবারী,উন্নয়ন কর্মীরা অংশ নেন।

 

বৈঠকে বক্তরা বলেন , নারীদেরকে অর্থনৈতিকভাবে সাবলম্বী করে গড়ে তুলতে হবে! নারীরা অর্থনৈতিকভাবে স্বাধীন হলেই নারী মুক্তি মিলবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত