লাশের ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর

Published: 04 Mar 2020   Wednesday   

খাগড়াছড়ির মাটিরাঙ্গার গাজীনগরে বিজিবি-গ্রামবাসী সংঘর্ষে নিহত ৪ ব্যক্তির ময়না তদন্ত রাতের মধ্যেই সম্পন্ন হয়। বুধবার সকালে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। এদিকে ঘটনার একদিন পরও এখনো মামলা হয়নি।

 

জানা যায়, খাগড়াছড়ির মাটিরাঙ্গার গাজীনগরে বিজিবি-গ্রামবাসী সংঘর্ষে নিহত ৪ ব্যক্তির ময়না তদন্ত রাতের মধ্যেই সম্পন্ন হয়। বুধবার নিহতদের জানাজা আলুটিলা বটতলী উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হয়। পরে সাহাব উদ্দিন, আলী আকবর ও আহম্মেদ আলী ১০ নং আলুটিলা ইসলামপুর কবর স্থানে ও মফি মিয়াতে গাজী নগর  কবরস্থানে তাদের দাফন করা হয়।

 

জানাজায় নিহত সাহাব মিয়ার ছোট ভাই আবু বকর সিদ্দিক এই হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত করে দোষেিদর দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন।

 

জানাজায় মাটিরাঙ্গা পৌর মেয়র শামশুল হক,উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ভীবিষন কান্তি দাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামশু উদ্দিন ভূইয়া ও এলাকার হাজারো লোকজন অংশ গ্রহন করে। তাদের মৃত্যুতে এলাকায় শোেকের ছায়া নেমে এসেছে। নিরাপত্তার সার্থে এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। অন্যদিকে নিহত বিজিবি সদস্যেল লাশ বরগুনায় গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।

 

উল্লেখ্য, মঙ্গলবার বেলা পোনে ১২টার দিকে জেলার মাটিরাঙ্গার গাজীনগরে গাছ পরিবহন নিয়ে বিজিবি ও গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে গুলিতে নিহত হন এক বিজিবি সদস্যসহ ৫জন। আহত এক ব্যক্তি চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত