ইউরোপিয়ন ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে রাঙামাটি জেলা পুষ্টি সমন্বয় কমিটির মতবিনিময় সভা

Published: 02 Mar 2020   Monday   

ইউরোপিয়ন ইউনিয়ন বাংলাদেশের প্রতিনিধিদের সাথে রাঙামাটি জেলা পুষ্টি সমন্বয় কমিটির মধ্যে  সোমবার জেলার সার্বিক পুষ্টি বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা প্রশাসন কার্যালয়ে অনুষ্ঠিত মতবিরিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রাণী রায়। বক্তব্যে দেন ইউরোপিয়ন ইউনিয়ন বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান অসুন্তা টেষ্টা, জেলা ডেপুটি সিভিল সার্জন ডা: নীতিশ চাকমা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক পবন কুমার চাকমা, জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা, ইউনাইটেড পারপস-এর লিডারশিপ টু এনসিওর এডইকুয়েট নিউাট্রশন(লীন) এর প্রকল্প কর্মকর্তা সুভাগ্য মঙ্গল চাকমা প্রমুখ। সভায় রাঙামাটি জেলায় পুষ্টি সম্বনয় কমিটির সদস্যরা ছাড়াও ইউরোপিয়ন ইউনিয়ন বাংলাদেশের প্রতিনিধি দলের মধ্যে ইউরোপিয়ন ইউনিয়ন বাংলাদেশের ফিনান্স কর্মকর্তা যশি রদদিগো, হেলভেটাস সুইস  ইন্টারকোপরেশনের কান্ট্রি ডাইক্টের সেলেস্টিন গারলিয়া ছাড়া সমন্বয় কমিটির সরকারী বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত উপস্থিত ছিলেন।

 

সভায় জেলার পুষ্টির সমস্যা বিষয়ে ইউরোপিয়ন ইউনিয়ন বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা জানতে চান। এসময় জেলার সার্বিক পুষ্টি বিষয়ে তুলে ধরেন  জেলায় পুষ্টি সমন্বয় কমিটি।

 

এসময় প্রতিনিধি দলের প্রধান  অসুন্তা টেষ্টা ইউরোপিয়ন ইউনিয়ন থেকে জেলার পুষ্টি বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাসহ রাঙামাটির পুষ্টি বিষয়ে জাতীয় পুষ্টির কাছে তুলে ধরবেন বলে জানান।

 

পরে ইউরোপিয়ন ইউনিয়ন বাংলাদেশের প্রতিনিধি দলটি কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের পরিবার পরিকল্পনা অফিস, ঘাগড়া বিদ্যালয় ও চম্পাতলী এলাকার  প্রকল্প পরিদর্শন করেন।   সেখানে প্রতিনিধি দলটি প্রকল্পের সুবিধাভোগীদের সাথে কথাবার্তা বলেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

 

উল্লেখ্য, ইউরোপিয়ন ইউনিয়ন ও ইউনাইটেড পারপস এর অর্থায়নে রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায় ১৮টি উপজেলায় ৭৮ ইউনিয়নে নারী ও শিশুদের পুষ্টি বিষয়ে স্থানীয় এনজিওদের মাধ্যমে লিডারশিপ টু এনসিওর এডইকুয়েট নিউাট্রশন(লীন) প্রকল্প বাস্তবায়ন করছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত