রাঙামাটিতে গুলিতে নিহতের ঘটনায় ইউপিডিএফের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি

Published: 26 Feb 2020   Wednesday   

রাঙামাটির বন্দুকভাঙ্গা ইউনিয়নে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট( ইউপিডিএফ) এর এক কর্মী  নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।


ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে দাবী করা হয়, গেল ১৯ ফেব্রুয়াারি রাঙামাটির বন্দুকভাঙা ইউপির চারিক্ষ্যং মুখের বোয়ালছড়ি গ্রামে একদল সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালিয়ে সুমন চাকমা নামে এক ইউপিডিএফ সদস্যকে হত্যা ও অর্পন চাকমাকে অপহরণ করে তাদের আস্তানা সুবলং বাজারে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।


বন্দুকযুদ্ধ ঘটনাটি মিথ্যা ও সাজানো আখ্যায়িত করে বিবৃতিতে আরো  দাবী করা হয়, বুধবার ভোররাত আড়াইটার সময় বন্দুকভাঙা ইউনিয়নের সাহজবান্দা গ্রামে ঢুকে পড়ে। এ সময় অপহৃত অর্পন চাকমাকেও সাথে নিয়ে যাওয়া হয়। পরে অর্পনকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়। এর কিছুক্ষণ পর ঠিক পৌনে তিনটার সময় গ্রামবাসীরা কয়েকটি ব্রাাশ ফায়ারের শব্দ শুনতে  পেয়েছেন। 

 

বিবৃতিতে অপহরণকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে উল্টো অপহরণের শিকার হওয়া ইউপিডিএফ সদস্যকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এ ধরনের হত্যাকান্ড বন্ধের দাবি জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত