বরকলে শিক্ষার্থীদের নিয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

Published: 25 Feb 2020   Tuesday   

“এসো মাদক ছেড়ে কলম ধরি,মাদকমুক্ত সমাজ গড়ি” এ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার রাঙামাটি বরকলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন সৃষ্টিতে শিক্ষক-শিক্ষার্থী ও সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজরুল হক। প্রধান বক্তা ছিলেন রাঙ্গামাটি জেলার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল হামিদ। বরকল রাগীব রাবেয়া কলেজের অধ্যক্ষ নৈচিং রাখাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমি সুপারভাইজার মোঃ তানভীর মাহম্মদ,বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা প্রিয় রতন চাকমা প্রমূখ। এসময় বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমলেন্দু বিকাশ চাকমা, উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা মোঃ বজলুল করিম(মানিক),উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক অভীক চাকমা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কর্মকর্তা বিদ্যুৎ কুমার চাকমা সহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্মকর্তা কর্মচারী,যুবক ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। উক্ত সভায় শতাধিক স্কুল ও কলেজের শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

 

বক্তারা বলেন, মাদক সেবন একটা সামাজিক অবক্ষয়। মাদকের শুরু হয় সিগারেট দিয়ে এবং শেষ হয় হেরোইন দিয়ে।মাদক বাংলাদেশের জন্য বড় হুমকি। তাই বর্তমান সরকার দেশের উন্নয়নের লক্ষ্যে সন্ত্রাস দমন,দুর্নীতি প্রতিরোধ ব্যবস্থা,জঙ্গি দমন সহ বিভিন্ন কার্যক্রমের  পাশাপাশি মাদক দ্রব্য নিয়ন্ত্রণে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতাকে বজায় রাখতে এবং দেশকে ২০৪১ সালে উন্নত দেশ হিসেবে দৃষ্টান্ত স্থাপন করতে সকল পেশার মানুষকে মাদক নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসা উচিৎ। কেননা মাদক সামাজিক স্থিতিশীলতা ধ্বংস করে।সমস্ত কিছুর ধ্বংসের মূল হচ্ছে মাদক।মাদক শুধু আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করে না সামাজিকভাবেই লাঞ্চিত করে এবং শারীরিকভাবেও ক্ষতি করে।সেইজন্য মাদকের বিরুদ্ধে রুখে দাড়িয়ে সামাজি প্রতিরোধ গড়ে তুলতে হবে।তবে সবার আগে মাদক সেবনে সকলে সোচ্চার হওয়া দরকার।

 

বক্তারা আরো বলেন শিক্ষাঙ্গন হচ্ছে পবিত্র স্থান। সুতরাং শিক্ষাঙ্গনকে মাদকমুক্ত রাখতে হবে। এমনকি সকল শিক্ষার্থীদেরও মাদক সেবন থেকে বিরত থাকাতে হবে। শিক্ষার্থীদের মাদকের নেশা বাদ দিয়ে লেখাপড়া ও জ্ঞানের নেশা গ্রহণের জন্য বক্তারা সুপরামর্শ দেন।এছাড়াও  মাদকের সুফল ও কুফল সম্পর্কিত বিষয়ে বক্তারা আলোকপাত করেন।সর্বশেষ বরকল উপজেলাকে মাদকমুক্ত রাখতে সকলে অঙ্গীকার করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত