রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে কানাডা হাই কমিশন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাত

Published: 24 Feb 2020   Monday   

বাংলাদেশে অবস্থিত কানাডা হাই কমিশন এর ফার্স্ট সেক্রেটারি মালিহা দোস্ত এর নেতৃত্বে¡ একটি দল সোমবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

 

পরিষদ চেয়ারম্যান অফিস কক্ষে পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমার সাথে সাক্ষাৎ করেন কানাডা হাই কমিশনের সিনিয়র ডেভেলাপমেন্ট এডভাইজার রিফুল জান্নাত। এসময় কানাডা হাই কমিশনের এডুকেশন এন্ড স্কিলস টেকনিকেল ষ্পেশালিস্ট এ এইচ এম মহিউদ্দিন; শীট-সিএইচটি প্রকল্পের ব্যবস্থাপক ্রসেনজিৎ চাকমা এবং ইউএনডিপি-সএইচটিডিপির ডিষ্ট্রিক ম্যানেজার ঐশ্বর্য চাকমা ও জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা উপস্থিত ছিলেন ।

 

সাক্ষাৎকালে কানাডা হাই কমিশন এর প্রতিনিধিদল রাঙ্গামাটি জেলার সার্বিক শিক্ষা ব্যবস্থা সম্পর্র্কে চেয়ারম্যানের কাছ থেকে জানতে চান।

 

এতে পরিষদ চেয়ারম্যান প্রতিনিধিদলকে বলেন, পার্বত্য চট্টগ্রামে বিগত সময়ে ইউএনডিপির মাধ্যমে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা প্রকল্পের মাধ্যমে বিরাট উন্নয়ন হয়েছে। প্রত্যন্ত এলাকায় ইউএনডিপি প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ হয়েছে এবং শিক্ষকদের চাকুরীও সরকারিকরণ হওয়ার পথে। এর মাধ্যমে রাঙ্গামাটির প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা ক্ষেত্রে বিরাট পরিবর্তন আসবে।

 

তিনি এলাকার আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসেবায় অধিকতর বিনিয়োগ এবং নারীদের বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে এলাকার অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে বলে সফররত প্রতিনিধিদলের কাছে মত ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন সরকারি উদ্যোগের পাশাপাশি বিদেশী দাতাদের সহযোগিতা এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত