ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে রাঙামাটিবাসীর বিনম্র শ্রদ্ধাঞ্জলি

Published: 21 Feb 2020   Friday   

মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন রাঙামাটির সর্বস্তরের জনসাধারণ।

 

একুশের প্রথম প্রহরে রাঙামাটি শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন, জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। এর পর পুষ্পমাল্য অর্পণ করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পুলিশ সুপার মোঃ আলমগীর কবিরসহ অন্যান্যরা। এছাড়া বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সরকারী-বেসরকারি প্রতিষ্ঠান,বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সামাজিক সংগঠনের পক্ষ থেকে  কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ  ও বিনম্র শ্রদ্ধা জানানো হয়।

 

এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের(টিআইবি) সংযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটি(সনাক) রাঙামাটি জেলা শাখার উদ্যোগে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এসময়  সনাক রাঙামাটি কমিটির সভাপতি অমলেন্দু হাওলাদার, সদস্য নিরুপা দেওয়ান, টিআইবির এরিয়া ম্যানেজার বেঞ্জিন চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত