হিল উইমেন্স ফেডারেশনের কাউখালী শাখার চতুর্থ কাউন্সিল সম্পন্ন

Published: 19 Feb 2020   Wednesday   

বুধবার হিল উইমেন্স ফেডারেশন কাউখালী শাখার ৪র্থ কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে ইশা চাকমাকে সভাপতি ও পাথুইমা মারমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

 

হিল উইমেন্স ফেডারেশন কাউখালী থানা শাখার সাংগঠনিক সম্পাদক মিন্টি চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, রাঙামাটির কাউখালীতে অনুষ্ঠিত কাউন্সিলে সভায় সভাপতিত্ব করেন হিল উইমেন্স ফেডারেশনের কাউখালী থানা শাখার সহ-সাধারণ সম্পাদক ইশা চাকমা। বক্তব্য রাখেন, ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রতিনিধি সুমেন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রীয় কমিটি তথ্য ও প্রচার সম্পাদক রূপন মার্মা ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কাউখালী থানা শাখার সাবেক সহ-সভাপতি নয়ন জ্যোতি চাকমা। কাউন্সিল অধিবেশন পরিচালনা করেন হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক দয়াসোনা চাকমা।


পরে ইশা চাকমাকে সভাপতি, পাথুইমা মার্মাকে সাধারণ সম্পাদক এবং মিন্টি চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।


কাউন্সিলে বক্তারা বলেন, সরকারের জুম্ম ধ্বংসের নীলনক্সা অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে বিচার বহির্ভুত হত্যা, গুম, অপহরণ, অন্যায়ভাবে গ্রেফতার-নির্যাতনসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অধিকারের দাবিতে চলমান ন্যায়সঙ্গত আন্দোলন দমনের জন্য পরিকল্পিতভাবে জনগণের প্রতিনিধিত্বকারী দল ইউপিডিএফের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে। এ পরিস্থিতিতে নারীদের আরো বেশি সোচ্চার হতে হবে। ইউপিডিএফ’র পতাকাতলে সমবেত হয়ে পূর্ণস্বায়ত্তশাসনের লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।


বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী-শিশুদের নিরাপত্তা আজ চরমভাবে বিঘ্নিত। ঘরে-বাইরে, রাস্তা-ঘাটে, কর্মস্থলে, শিক্ষা প্রতিষ্ঠানে কোথাও নারীরা নিরাপদ নয়। তাই নিজেদের নিরাপত্তা ও সম্ভ্রম রক্ষার্থে নারীদের ঐক্যবদ্ধ হতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত