কাপ্তাইয়ে বোট ডুবির ঘটনার চার দিন নিখোজের পর মা ও ছেলের লাশ উদ্ধার

Published: 18 Feb 2020   Tuesday   

রাঙামাটির কাপ্তাইয়ে চন্দ্রঘোনা কয়লার ডিপু সংলগ্ন কর্ণফুলী নদীতে নৌকা ডুবির ঘটনার চার দিন পর মঙ্গলবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া সড়ক ভাটা নদী থেকে মা টুম্পা মজুমদার ও ছেলে বিজয় মজুমদারের লাশ উদ্ধার করা হয়েছে।

 

জানা গেছে, কাপ্তাই উপজেলায় চন্দ্রঘোণার কর্নফুলী নদীতে নৌকা ডুবির ঘটনার চার দিন পর মঙ্গলবার  সকালের দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া সড়ক ভাটা নদী এলাকা  থেকে নিখোঁজ মা টুম্পা মজুমদার ও ছেলে বিজয় মজুমদারের মৃত দেহ নদীতে ভাসতে দেখে উপজেলা প্রশাসনকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মা ও ছেলের গলিত লাশ উদ্ধার করে। বিকালে দুটি মরদেহ তাদের আত্বীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এরা হলেন  চট্টগ্রামের জোড়া গঞ্জের হরিপুর বাসিন্দা রাজীব মজুমদারের স্ত্রী  মৃত তুম্পা মজুমদার ও ৫ বছরের শিশুপুত্র মৃত বিজয় মজুমদার।

 

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল বলেন, শুক্রবার বোট ডুবির ঘটনায় প্রথম দিন ১ জনকে উদ্ধার করা হলেও দুইজন নিখোঁজ ছিলেন। ফায়ার সার্ভিস ও কাপ্তাই নৌ-বাহিনীর দল উদ্ধার তৎপরতা চালানোর পর ৫ দিনের মাথায় আজ রাঙ্গুনিয়া সড়ক ভাটা নদী থেকে একই পরিবারে মা টুম্পা মজুমদার ও ছেলে বিজয় মজুমদারের লাশ উদ্ধার করা হয়।

 

বোট ডুবির ঘটনায় নিহত দেবলীনা দে (১০) চট্টগ্রামের হাজারীগলির রতন দে`র কন্যা আর চট্টগ্রামের মিরশ্বরাই উপজেলার জোরারগঞ্জের রাজীব মজুমদার এর শিশু পুত্র বিজয় মজুমদার (৫) এবং স্ত্রী টুম্পা মজুমদার (৩০)।

 

উল্লেখ্য,  গেল শুক্রবার চট্টগ্রামের নন্দন কানন এলাকার রাধামাধব মন্দির থেকে প্রায় ১২৭ জন ইসকন সদস্য কাপ্তাইয়ের শীলছড়ি এলাকার বিভিন্ন মন্দিরে তীর্থ ভ্রমণে আসে। পরে তারা কর্ণফুলী নদী হয়ে ৩টি বোটে চা বাগানে যাওয়ার পথে ২টি বোট কুলে ভীড়লেও অপর ১টি বোট কুলে ভীড়ার আগেই বোট ডুবির ঘটনা ঘটে। এতে সবাইকে উদ্ধার করা হলেও ৩জন নিখোঁজ হয়। পরে একই দিন বিকেল ৪টার দিকে দেবলীনা (১০) নামে একজনের মরদেহ উদ্ধার করা হলেও একই পরিবারের মা ও ছেলের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।

--হিলবিডি২৫/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত