ঋতুরাজ বসন্তের দিনটিকে স্মরণীয় করে রাখতে রোববার রাঙামাটি সরকারী কলেজের শিক্ষার্থীরা বসন্ত বরণ উৎসবের আয়োজন করেছে।
কলেজ প্রাঙ্গণে বসন্ত উৎসবের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মঈন উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন, কলেজের সহকারী অধ্যাপক বাংলা বিভাগের প্রধান মোঃ মহিউদ্দিন, সরকারী কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, কলেজের উপাধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়া প্রমুখ। পরে কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা আবৃত্তি।
এর আগে কলেজ প্রাঙ্গন থেকে শিক্ষার্থীরা বিভিন্ন বর্ণিল সাঁজে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবারও কলেজ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এসময় বসন্ত উৎসবের শোভাযাত্রায় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে ও নানান সাজে সেজে কলেজ শিক্ষার্থীরা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.