ঋতুরাজ বসন্তকে স্মরনীয় করে রাখতে রাঙামাটি সরকারী কলেজে বর্ণাঢ্য আয়োজন

Published: 16 Feb 2020   Sunday   

ঋতুরাজ বসন্তের দিনটিকে স্মরণীয় করে রাখতে রোববার রাঙামাটি সরকারী কলেজের শিক্ষার্থীরা বসন্ত বরণ উৎসবের আয়োজন করেছে।

 

কলেজ প্রাঙ্গণে বসন্ত উৎসবের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মঈন উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন, কলেজের সহকারী অধ্যাপক বাংলা বিভাগের প্রধান মোঃ মহিউদ্দিন, সরকারী কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, কলেজের উপাধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়া প্রমুখ। পরে কলেজ প্রাঙ্গণে  আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা আবৃত্তি।

 

এর আগে কলেজ প্রাঙ্গন থেকে শিক্ষার্থীরা বিভিন্ন বর্ণিল সাঁজে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবারও কলেজ প্রাঙ্গনে  গিয়ে শেষ হয়। এসময় বসন্ত উৎসবের শোভাযাত্রায় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে ও নানান সাজে সেজে কলেজ শিক্ষার্থীরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত