খাগড়াছড়িতে এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

Published: 15 Feb 2020   Saturday   

এমএন লারমা  গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১২ তম জাতীয় সম্মেলন উপলক্ষে শনিবার খাগড়াছড়িতে বর্ণাঢ্য    রালি ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শহরের পানখাইয়া পাড়া এলাকায় মারমা উন্নয়ন সংসদ কমিউনিটি সেন্টারে সন্মেলনে  প্রথম অধিবেশনে সভাপতিত্ব সমিতির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি বিমল কান্তি চাকমা মুর্ত। অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন সম্মেলনে যুব বিষয়ক সম্পাদক প্রনব চাকমা, রাজনৈতিক বিষয়ক সম্পাদক বিভু রঞ্জন চাকমা, মহিলা বিষয়ক সম্পাদক কাকলি খীসা, হেডম্যান কার্বারী এসোশিয়েশ সভাপতি রনিক ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম জুম্ম শরনার্থী কল্যান সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা(বকুল), দীঘিনালা হেডম্যান ত্রিদিপ পোমাং প্রমূখ।

 

এর আগে জেলা শহরের চেঙ্গী স্কয়ারে অবস্থিত এম এন লারমা ভাস্কর্যের সামনে থেকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে মারমা উন্নয়ন সংসদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

 

সম্মেলনে বক্তারা বলেন, আত্মনিয়ন্ত্রণাধিকার আন্দোলন জোরদার করার লক্ষ্যে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। বৃহত্তর জাতিগত ঐক্য ছাড়া জুম্ম জাতির বেঁচে থাকার সুযোগ নেই। তাই সকলকে এক হয়ে চুক্তি বাস্তবায়নসহ সকল অধিকার আদায়ের জন্য লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়ার আহবান জানান তারা। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত