রাঙামাটিতে সাফল্যের তারা শিক্ষা কর্মসূচির গ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

Published: 13 Feb 2020   Thursday   

রাঙামাটিতে সাফল্যের তারা শিক্ষা কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সফলভাবে অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনষ্ঠিত হয়েছে। স্কুল পড়ুরা শিক্ষার্থীদের সাধারন লেখাপড়ার পাশাপাশি মানবিক মূল্যবোধ গড়ে তোলাসহ সামগ্রিক বিকাশের লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।


প্রো বেটার লিডিং বাংলাদেশ(পিবিএল) এর উদ্যোগে আশিকা সন্মেলন কক্ষে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা। পিবিএল এর চেয়ারম্যান রণজ্যোতি চাকমার সভাপতিত্বে বিশেষ রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, জাতীয় মানবধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান। স্বাগত বক্তব্যেদেন পিবিএল এর রাঙামাটির ব্যবস্থপনা পরিচালক আশোক কুমার চাকমা। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্যে দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মহসিন রানা।

 

অনুষ্ঠানে প্রথম ব্যাচে(ডিসেম্বর ২০১৯ থেকে জানুয়ারী ২০২০ পর্ষন্ত) সপ্তম থেকে নবম শ্রেনী পড়ুয়া ২৫জন শিক্ষার্থী সফলভাবে অংশ গ্রহন করায় সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি।


প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি মানবিক মূল্যবোধ গড়ে তোলাসহ সামগ্রিক বিকাশের উপদেশ দেন। পাশাপাশি ভালো করে লেখাপড়া করে ও দেশের একজন সুযোগ্য নাগরিক হয়ে দেশ ও জাতির উন্নয়নেরও পরামর্শ দেন তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত