রাঙামাটিতে পাহাড়ীদের ভূমি বেদখলের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ-সমাবেশ

Published: 13 Feb 2020   Thursday   

রাঙামাটির নানিয়ারচর উপজেলার দ্বিচান পাড়ার ১৭ মাইল এলাকায় পাহাড়ীদের ভূমি বেদখলের প্রতিবাদ বৃহস্পতিবার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

গণতান্ত্রিক যুব ফোরামের রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব নিলয় চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, এলাকার জনসাধারনের উদ্যোগে ১৭ মাইল এলাকায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ১৭ মাইল এলাকার ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক রুপেন চাকমা।  কমিটির সদস্য সচিব প্রশান চাকমার সঞ্চালনায়  বক্তব্য  রাখেন এলাকায় বিশিষ্ট সমাজ সেবক জীবন শান্তি চাকমা ও এলাকার  সুশীল সমাজের প্রতিনিধি দিপ্ত বিকাশ চাকমা। সমাবেশে আশে-পাশের এলাকার জনসাধারণও অংশগ্রহণ করেন।

 

বক্তারা অভিযোগ বলেন, একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে সেটলারদের উস্কে দিয়ে জুম্মদেরকে যুগ যুগ ধরে বসবাস করা ভূমি থেকে উচ্ছেদের পাঁয়তারা করছে। তারই অংশ হিসেবে সেটলাররা জোরপূর্বভাবে পাহাড়ীদের জায়গা-জমি বেদখলে মরিয়া হয়ে উঠেছে।

 

বক্তারা উদ্বেগ প্রকাশ করে আরো বলেন, সেটলাররা জোরপুর্বক  পাহাড়ীদের জমিতে ঘর নির্মাণ করলেও তাদের বিরুদ্ধে প্রশাসন এখনো কোন পদক্ষেপ গ্রহণ করেনি। উপরন্তু পাহাড়ীদের উপর নানা চাপ সৃষ্টি করা হচ্ছে, ভয়ভীতি প্রদর্শনসহ নানাভাবে হয়রানি করা হচ্ছে।

 

বক্তারা  বলেন, পাহাড়ীরা নিজেদের ভূমি কখনো বেদখল হতে দিতে পারি না। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সরকারের  পাহাড়ী উচ্ছেদ ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

 

বক্তারা অবিলম্বে ভূমি বেদখল বন্ধ করা ও জোরপূর্বক ভূমি বেদখলে জড়িত সেটলারেদের আইনের আওতায় আনার দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত