রাঙামাটিতে গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

Published: 01 Feb 2020   Saturday   

রাঙামাটি শহরের ভেদভেদীর পশ্চিম মুসলিম পাড়ায় র‌্যাপিড এ্যাকশন বেটালিয়ন (র‌্যাব) অভিযান চালিয়ে গুলিসহ দু’জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। শনিবার ভোর রাতে তাদের আটক করা হয়।  


জানা গেছে, গোপণ সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে রাঙামাটি শহরের ভেদভেদী এলাকার পশ্চিম মুসলিম পাড়ায় অভিযান চালায় র‌্যাব-৭। এসময় মোহাম্মদ হোসেন (৫৪) ও মমতাজ আহমেদ (৬০)। এসময় তাদের কাছ থেকে ৩৮০ রাউন্ড ৭.৬৫ এমএম পিস্তলের গুলি, ৫ রাউন্ড শর্টগানের গুলি, ১০৯টি সীসাবল, টাকা ও মোবাইল সেট উদ্ধার করা হয়।


র‌্যাব-৭ এর এএসপি ( চট্টগ্রামের চান্দগাঁও কমান্ডার) কাজী মোঃ তারেক আজিজ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাঙামাটি শহরের ভেদভেদী এলাকার পশ্চিম মুসলিম পাড়ায় অভিযান চালায় র‌্যাব। এসময় মোহাম্মদ হোসেন ও মমতাজ নামের দু’জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা এর আগেও পাহাড়ের আঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠীর কাছে একাধিকবার অস্ত্র বিক্রি করেছে।


রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রণি সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যার দিকে আটকৃত দুজনকে রাঙামাটি কতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত