জুরাছড়িতে উপজেলায় চাইল্ড হেল্পলইন ১০৯৮’ বিষয়ক কর্মশালা

Published: 14 Jan 2020   Tuesday   

মঙ্গলবার রাঙামাটির জুরাছড়ি উপজেলায় ‘‘চাইল্ড হেল্পলইন ১০৯৮’’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


সমাজ সেবা বিভাগের আয়োজনে ইউনিসেফের সহায়তায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালায় সমাজ সেবা কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসানের ধারা সঞ্চলনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান সভাপতিত্ব করেন। কর্মশালায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, রিটন চাকমা, ইউপি চেয়ারম্যানগণ প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ মাহফুজুর রহমান, শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা.সাইদ আবেদিনসহ বিভিন্ন জিও-এনজিও কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিশু প্রতিনিধি, হেডম্যান-কাব্বারীগন, সাংবাদিক উপস্থিত ছিলেন।

 

‘‘চাইল্ড হেল্পলইন ১০৯৮’’ বিষয়ক কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাঙামাটি সদর সমাজ সেবা কর্মকর্তা মোঃ আব্দুল রশিদ।


কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সুরেশ কুমার চাকমা বলেন, অধিকাংশ শিশু কোন না কোন ভাবে পারিবারিক ভাবে নির্যাতনের স্বীকার হচ্ছে। সুতরাং শিশুর নির্যাতন রোধ কল্পে সামাজিক ও পারিবারিক ভাবে সচেতন হতে হবে। এর যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য সততার সাথে উপজেলা সমাজ সেবা মোবাইল টিমকে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় বক্তব্য রাখেন জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা প্রমূখ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত