বিলাইছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

Published: 11 Jan 2020   Saturday   

শনিবার বিলাইছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।

 

দিবসটি উপলক্ষে উপজেলা কনফারেন্স কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। ইউএনও পারভেজ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যানদ্বয় রবিন তঞ্চঙ্গ্যা ও উৎপলা চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মেজবাহ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক সাথোয়াই মার্মা, উপজেলা শিক্ষা কর্মকর্তা নিখিলেশ চাকমা, বীর মুক্তিযোদ্ধা শাক্যপ্রিয় বড়–য়া, পিআইও সুজন কান্তি দাশ ও কেংড়াছড়ি ইউপির চেয়ারম্যান অমরজীব চাকমা। সহকারী শিক্ষক বিপ্লব বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, বিলাইছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম।

 

এর আগে সকালে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মাঠ প্রাঙ্গণ থেকে শুরু করে বিলাইছড়ি বাজার হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যথাস্থানে এসে শেষ হয়। র‌্যালি পরবর্তী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা ও ইউএনও পারভেজ চৌধুরী উপস্থিত সকলকে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবন-ভিত্তিক স্থির চিত্র প্রদর্শনী পরিদর্শন করেন।

 

এ দিকে ১০ জানুয়ারী সারাদেশের মত বিলাইছড়ি উপজেলাতেও মুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধন করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত