পানছড়িতে গুলিতে ইউপিডিএফ প্রসিত গ্রুপের কর্মী নিহত

Published: 11 Jan 2020   Saturday   

খাগড়াছড়ির পানছড়ির দূর্গম মরাটিলা এলাকায় গুলিতে ইউপিডিএফ প্রসিত গ্রুপের কর্মী মহেন ত্রিপুরা (৩০) নিহত হয়েছেন। সে ওই এলাকার মিলন ভুষন ত্রিপুরার ছেলে। শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে এই ঘটনা ঘটেছে। 

 

এলাকাবাসী ও নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়-পানছড়ি সাব-জোনের ক্যাপ্টেন মোহাম্মদ আহসান হাবিবের নেতৃত্ব্ ে যৌথবাহিনীর টহল দল মরাটিলা এলাকায় তেব কার্বারী পাড়ায় পৌঁছলে সন্ত্রাসীরা টহলে গুলি ছুড়ে মোটর সাইকেলে কওে পালাতে চেষ্টা করে। যৌথবাহিনীর পাল্টা গুলিতে ঘটনাস্থলে মহেন ত্রিপুরা নিহত হয়। অপর সন্ত্রাসীরা পালিয়ে যায়। তিনি াঞ্চলিক রাজনৈতিকন সংগঠন ইউনিাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)এর পানছড়ি উপজেলার মরাটিলা এলাকার পোস্ট পরিচালক বলে বলে সূত্রটি জানিয়েছে।


পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলে- ঘটনাস্থল থেকে আমরা মহেন ত্রিপুরার ব্যবহৃত একটি ইতালির তৈরী পিস্তল তিন রাউন্ড তাজা গুলি ও ১৫০ সিসির একটি পালসার মোটর সাইকেল উদ্ধার করেছি। লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।


এদিকে মহেন ত্রিপুরা পরেশকে হত্যার প্রতিবাদে রোববার পানছড়ি বাজার বয়কট ও সোমবার অর্ধদিবস সড়ক অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ। সংগঠনটির প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরণ চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পানছড়ি থানা ইউনিটের সংগঠক রূপায়ন চাকমা এ কর্মসূচির ঘোষণা দেন।


বিবৃতিতে বলা হয়, ইউপিডিএফ সদস্য পরেশ ত্রিপুরাকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে রবিবার পানছড়ি বাজার বয়কট ও পরদিন সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধা বেলা শান্তিপূর্ণ সড়ক অবরোধ পালন করা হবে। তবে এম্বুলেন্স, জরুরী বিদ্যুৎ, ফায়ার সার্ভিস এবং ধর্মীয় পুরোহিত ও সংবাদকর্মীদের ব্যবহৃত গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত