ঢাবি ছাত্রী ধর্ষণের প্রতিবাদে রাঙামাটিতে কলেজ ছাত্রলীগের বিক্ষোভ-মিছিল ও প্রতিবাদ সমাবেশ

Published: 07 Jan 2020   Tuesday   

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ। এ সময় আন্দোলনকারীরা এই নেক্কারজনক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠিনতর শাস্তির দাবি জানান।

 

মঙ্গলবার রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্দ্যোগে বিশ্ববিদ্যালয়ের মূলফটকের সামনে হতে একটি বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি রাঙামাটি সদর উপজেলা পরিষদ পর্যন্ত গিয়ে পুনরায় কলেজ ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে দলটি। সমাবেশে সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেয়।

 

রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দীপংকর দে’র সভাপতিত্বে সভায় সাবেক সহ-সভাপতি বিজয় দে, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপ-আইন বিষয়ক সম্পাদক নুরুল আজম, ছাত্রলীগ নেতা হাসান মুরাদ, মোঃ বেলাল, মোঃ আজমীরসহ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

 

সভায় বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন। একজন নারীর ধর্ষণের ঘটনা গোটা জাতির জন্য লজ্জাজনক। এই ঘটনায় ধর্ষকের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্রলীগ আন্দোলন চালিয়ে যাবে।কিছুমানুষরূপীনরপিশাচ এই ধর্ষণের ঘটনাঘটিয়েছে। আমরাএসবনরপিশাচদেরসর্বোচ্চশাস্তির দাবিজানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বোনের নিপীড়নের ঘটনায় সারা দেশসহ রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগ পরিবার বেদনাহত। এই ঘটনার বিচার না হওয়া পর্যন্ত ছাত্রলীগ জেগে থাকবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত