ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় হিল উইমেন্স ফেডারেশনের নিন্দা ও প্রতিবাদ

Published: 06 Jan 2020   Monday   

ঢাকা কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন।

 

সংগঠনের সভাপতি নিরূপা চাকমা ও সাধারণ সম্পাদক মন্টি চাকমা সোমবার সংবাদ মাধ্যমে প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়েছে।

 

সংবাদ মাধ্যমে প্রদত্ত বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে নেতৃদ্বয় বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে জনগণের ওপর পৈশাচিক নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। তার মধ্যে নারীদের সকল ক্ষেত্রে চরম অনিরাপদ অবস্থায় জীবন-যাপন করতে হচ্ছে। বিগত ২০১৫ সালের ২১ মে ঢাকায় গারো তরুণীকে মাইক্রোবাসে তুলে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছিল। এ ঘটনার সাথে জড়িতদের সাজা হয়নি। ধর্ষকদের সাজা না হওয়ার কারণে বারবার এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হচ্ছে।

 

বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে ধর্ষককে চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

উল্লেখ্য,গেল ৫ জানুয়ারি  বিশ্ববিদ্যালয় বাস থেকে নামার পর ঢাকার কুর্মিটোলায় ঢাবির ওই ছাত্রী ধর্ষণের শিকার হন। ধর্ষণের আগে তাকে শারীরিকভাবে মারধর করা হয়। ধর্ষণের শিকার হওয়া ছাত্রীকে ঢাবি মেডিক্যাল কলেজে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত